আমাদের ম্যাগাজিন এর প্রথম সংখ্যাটি উদ্বোধন করা হয়েছে গত ১৫ ই, মে ২০১৭ তারিখ। ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন আমদের ক্লাস টিচার শবনম চৌধুরী ম্যাডাম। এছাড়া আমারা অন্যান্য টিচারদের হাতে হাওমিয়া তুলে দিই। তারা আমাদের কে সমর্থন করেন। তারা আমদের হাওমিয়া group কে অভিনন্দন জানিয়েছেন এবং তারা এই ধরণ এর উদ্যোগ কে এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।