মায়ানমার সরকার যে ভাবে রোহিঙ্গাদের উপর যে রকম নির্যাতন করছে তা অমানবিক। ৭১ এ যখন হানাদাররা আমাদের অপর নিরস্তও বাঙ্গালির উপর যে রকম অত্যাচার করেছে ঠিক সেই রকম অমানবিক অত্যাচার করছে আজকে মায়ানমার সেনাবাহিনী সূচির নেত্সৃতে অসহাই রোহিঙ্গাদের উপর। আমাদের উচিত এই অসহাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাদের সাহায্য করা। এই অসহাই মুসলিম এমনকি হিন্দুদের পাশে দাঁড়ানো আমদের কর্তব্য। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এই সংকট এর সমাধান হবে।